This site is best viewed using the updated version of Mozilla Firefox


Initial configuration with NAT

মাইক্রোটিক রাউটার কনফিগারেশন টিউটোরিয়ালে আপনাদের জানাই স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখবো একটি মাইক্রেটিক রাউটারে প্রাথমিক কি কি কাজ করে ল্যান এর কম্পিউটারসমূহে ইন্টারনেট পাওয়া যায়। আর এজন্য আমরা কিছু প্রাথমিক কাজ করবো যেমনঃ কিভাবে কোন ইন্টারফেসে আই.পি বসাতে হয়, কিভাবে গেটওয়ে ও ডি.এন.এস সেট করতে হয় এবং কিভাবে NAT কনফিগার করতে হয়।

নিচের চিত্রটি ভালোভাবে লক্ষ্য করুন। কারণ এই টপোলজি অনুসারেই আমরা আমাদের কনফিগারেশনগুলো সম্পন্ন করবো।

To see Interface List

প্রথমেই আমরা রাউটারের ইন্টারফেস লিষ্ট অর্থাৎ রাউটারে কয়টি ইন্টারফেস বা পোর্ট আছে তা দেখে নিব। এজন্য

(1) Interfaces থেকে
(2) Interface ট্যাব এ ক্লিক করতে হবে।

How to set IP Address on Interfaces

(1) IP
(2) Addresses

(3) +

(4) Address : 192.168.1.254/24
(5) Network : 192.168.1.0
(6) Interface : ether1
(7) OK

আমরা ether1 ইন্টারফেসে আই.পি সেট করলাম। অনুরূপভাবে ether2 ইন্টারফেসে আই.পি সেট করবো।
এজন্য (1) (2) (3) ধাপগুলোর পর থেকে

(4) Address : 50.50.50.2/29
(5) Network : 50.50.50.0
(6) Interface : ether2
(7) OK

How to set Gateway

(1) IP
(2) Routes

(3) General
(4) Dst. Address : 0.0.0.0/0
(5) Gateway : 50.50.50.1
(6) OK

How to set DNS

(1) IP
(2) DNS

(3) Servers: 8.8.8.8
(4) Check Allow Remote Requests
(5) OK

How to configure NAT

এবার আসা যাক NAT প্রসঙ্গে। NAT কি এবং কেন করা হয় সে সম্পর্কে আমরা অন্য একটি টিউটোরিয়ালে জেনেছি। কাজের ধরণের উপর ভিত্তি করে দুই ধরণের NAT আছে।

(১) TO ADDRESS NAT - এই ধরণের NAT এ একটি পাবলিক আই.পি নির্দিষ্ট করে দেওয়া হয়। আই.পি টি যে ইন্টারফেসেই বসানো থাকুক না কেন সেই নির্দিষ্ট আই.পি দিয়ে ইন্টারনেট কানেক্টিভিটি পাওয়া যায়।

(২) MASQUERADE NAT – এই ধরণের NAT এ কোন পাবলিক আই.পি নির্দিষ্ট না করে একটি ইন্টারফেস নির্দিষ্ট করা দেওয়া হয়। এতে নির্দিষ্ট করে দেওয়া ইন্টারফেসটিতে যে পাবলিক আই.পি থাকুক না কেন সেই ইন্টারফেস দিয়ে ইন্টারনেট কানেক্টিভিটি পাওয়া যায়।

How to configure TO ADDRESS NAT

(1) IP
(2) Firewall

(3) NAT
(4) +

(5) General
(6) Chain : srcnat
(7) Src. Address : 192.168.1.0/24

(8) Action
(9) Action : src-nat
(10) To Addresses : 50.50.50.2
(11) OK

How to configure MASQUERADE NAT

উপরের (1) (2) (3) (4) (5) (6) (7) নং ধাপগুলোর পর থেকে

(8) Out Interface : ether2

(9) Action
(10) Action : masquerade
(11) OK

আপনারা বিগিনার্স লেভেলে যেকোন এক ধরণের NAT কনফিগার করবেন। অতঃপর ল্যান এর যেকোন একটি কম্পিউটার থেকে চেক করে দেখবেন ইন্টারনেট কানেক্টিভিটি পাওয়া যায় কি না।

আশাকরি এই টিউটোরিয়ালটি দেখে আপনারা NAT সহ মাইক্রোটিক রাউটারের প্রাথমিক কাজগুলো করতে সক্ষম হবেন। ধন্যবাদ সবাইকে।



   




এই টিউটোরিয়াল সাইটের যেকোন টিউটোরিয়ালে যেকোন ধরণের ভূল-ভ্রান্তি যদি আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে দয়া করে আমাকে জানাবেন, আমি ভূল সংশোধন করে নিব। এই টিউটোরিয়াল সাইটটি যেহেতু আমি একক প্রচেষ্ঠায় পরিচালনা করছি, তাই ভূল-ভ্রান্তি হতে পারে। এজন্য আপনাদের সহায়তা কামনা করছি। যেকোন কিছু নোটিশ করার জন্য আমাকে ই-মেইল করতে পারেন। আমার ই-মেইল আই.ডি হলো mail.naserbd@yahoo.com । এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ পেজেও পোষ্ট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ পেজের লিংকটি হলো mn-LAB

আপনাদের সহযোগীতার জন্য সবাইকে অগ্রীম ধন্যবাদ।